ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৪১৪

সারাদেশে মৃত্যু বেড়ে ১২৬২,  শনাক্ত ৯৪৪৮১

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪২ ১৬ জুন ২০২০  

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,২৬২ জন। এছাড়া একই সময়ে আরও ৩,৮৬২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৪,৪৮১ জন। 

 মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৬১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭,২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

 সোমবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৫,০৩৮টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৩,০৯৯ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৯০,৬১৯ জন। 
 করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর